হিজলগাড়ী প্রতিনিধি
দর্শনা থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে হিজলগাড়ী বাজারে ত্রিমনিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশনা থানার ওসি শহীদ তিতুমীর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সমাজের উঠতি বয়সে ছেলেরা সন্ধ্যা হলেই গ্রামঞ্চলে মাচাঁয় বসে মোবাইলে জুয়া খেলাসহ অপরাধমূলক কর্মকাণ্ড সাথে জড়িত ।এই মোবাইল জুয়া, মাদক, ইভটিজিং বন্ধে হিজলগাড়ী ক্যাম্পের পুলিশ সদস্যদের অভিযান চালানেরা নির্দেশনা দেয়া হয়েছে। রাতের আঁধারে রাস্তার পাশে জটলা করে মোবাইল জুয়া খেলা দেখলে তাদেরকে আটক করে অভিভাবকে খবর দেবেন। অভিভাবকের জিম্মায় ছেড়ে দিবেন। তিনি আরও বলেন, জুয়া বন্ধে শুধু পুলিশের ওপর নির্ভর হলে চলবে না, আপনাদেরকেউ আপনার সন্তানের মোবাইলটি চেক করতে হবে। সকল প্রকার অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি সকলের অংশগ্রহণ প্রয়োজন। আর সেটা হলো অপরাধ চোখে পাড়ার সাথে সাথে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা। অপনাদের তথ্য সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। তিনি বলেন, মাদক সমাজ থেকে জিরো টলারেন্স আনতে পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করবো। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিসছে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিশ্বের মডেল দেশ হিসাবে তুলে ধরতে হলে অন্যায় অপরাধ জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে।
দর্শনা থানার বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হিজলগাড়ী ক্যাম্পপুলিশের এস আই তরিকুল ইসলাম,এ এস আই আমিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন নবগঠিত নেহালপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম উদ্দিন, অনিক হাসান, মাসুদ রানা, কালাম মাষ্টার, জামায়াতে নেতা লাল্টুসহ অনেকেই।