আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের আনন্দধাম সড়কের মডার্ন বেকারি ও রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন।
অভিযানের সময় মডার্ন বেকারিতে ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপের প্রমাণ মেলায় মালিক ফিরোজ হোসেনকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৩৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলমডাঙ্গা সরকারি কলেজ রোডের রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপ ও লাইসেন্স না থাকার দায়ে মালিক মিরাজুল ইসলামকে একই আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।