মুজিবনগরে বিজিবির কাছে ১৭ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

মেহেরপুর অফিস

পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ১৭ বাংলাদেশিকে নাগরিককে ফেরত পাঠানো হয়। এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে। হস্তান্তরিত ১৭ বাংলাদেশীর মধ্যে ৩ জন বাগেরহাট, ১ জন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার বলে জানিয়েছে তারা। এদের মধ্যে চারজন শিশুসহ পাঁচজন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। অনেকেই কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর পূর্বে ভারত গমন করেছিলেন বলে জানিয়েছেন। বাংলা ভাষা ভুলেছেন কেউ কেউ। আবার কারো জন্ম হয়েছে ভারতেই। 

এরা হলেন, বাগেরহাট জেলার নাসির (৫৬), মঞ্জু (৪৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৩)। খুলনা জেলার বুলবুল পাটোয়ারী (৩৫), আদনান (১০), রাজু খান (৩২), কোহিনুর (২৮), ইসরাফিল (৪), মারিয়া (২), ওমর (৩মাস), রাজিয়া (৫০), আফরিন (৩০), রফিকুল (৪২), আনসার খান (৬২), রাজু আহমেদ (২৮)। যশোর জেলার ফাতেমা (৪২), কুড়িগ্রামের জেলার বিধান বর্মন (১৯)। হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মুজিবনগর থানা অফিসার ইনর্চাজ (ওসি) জাকির হোসেন জানান, ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। সকলের স্বজনদের সন্ধান দিয়ে পরবর্তী আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *