কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু আসলাম সোহাগের  সভাপতিত্বে ও বিদ্যালয়ে শিক্ষিক মোঃ রায়হান উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মমিন, সিনিয়র ধর্মীয় শিক্ষক মোঃ মোক্তার হোসেন, ৩ নং কুতুবপুর ইউনিয়নের কৃষক দলের সেক্রেটারি মোঃ হাফিজ ফারাজি, ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু তাহের।

                সমাবেশে বক্তারা বলেন, অজপাড়া গাঁয়ে অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষালয় গড়ে উঠেছে । এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই আমাদের সবার উদ্যেশ্য। এ উদ্যেশ্য বাস্তবায়ন ও স্বপ্ন পূরণে স্থানীয় জনগণ, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। বক্তারা বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষালয়ে পরিণত করবে  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *