কেডিকে প্রতিনিধি
জীবননগর কাশিপুর যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কাশিপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে এই খেলায় আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহণ করে, কাশীপুর একাদশ বনাম নাগদাহ একাদশ। খেলার শুরুতে দুই দলের খেলোয়ারদের কুশল বিনিময়ের মধ্যে দিয়ে খেলাটি উদ্বোধন হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করে ইব্রাহিম ও সহকারী রেফারি হিসাবে সেলিম ও সিহাব।
মাঠ ভর্তি দর্শক আর টান টান উত্তেজনা পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথম অধ্যায়ের খেলাটি শেষ হয় ১-০ গোলে এগিয়ে যায় কাশীপুর একাদশ গোলটি করেন রানা।
দ্বিতীয় পর্বে খেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভেজা মাঠে সেই সাথে পাল্টাপাল্টি আক্রমণের মাধ্যমে কাশীপুর একাদশ আরো ২টি গোল করে এবং খেলার শেষ মূহুর্তে নাগদাহ একাদশ ১টি গোল করে। অবশেষে ৯০ মিনিটের এই খেলায় ৩-১ গোলে কাশিপুর একাদশ জয়লাভ করে।