জীবননগরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

জীবননগর অফিস

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামে নুরজাহান (৭৪) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। নিহতের বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

পরিবারের সদস্যরা জানান, নুরজাহান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর তিনি  তার নিজ ঘরে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে  থানা পুলিশের একটি টিম  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আর এই বিষয়ে বৃদ্ধার পুত্রবধূ নিশি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে অভাব অনটনের কারণে তিনি সঠিকভাবে চিকিৎসা নিতে পারতেন না। এরপর বৃহস্পতিবার দুপুর বেলা সকলের অগোচরে তিনি দরজার খিল লাগিয়ে গলায় ফাঁস দেন। তারপর আমি আমার শাশুড়িকে বারবার ডাকলেও তিনি কোন সাড়া না দিলে দরজার ফাঁক দিয়ে দেখি তিনি গলায় কাপড় পেচিয়ে  মাটিতে পড়ে আছেন। পরে আমার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আর এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে  থানা পুলিশ পৌঁছায়। এদিকে পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় সেই সাথে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য  আবেদন করলে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে তাদেরকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এছাড়াও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *