বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আলমডাঙ্গায় শিবিরের দোয়া মাহফিল

আলমডাঙ্গা অফিস

মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় আল-আমিন সোসাইটি হেফজখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তারুজ্জামান। তিনি এসময় বলেন, “এই দুর্ঘটনায় আমরা অনেক মূল্যবান প্রাণ হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি।

তিনি আরও বলেন, “ছাত্রসমাজের পাশে থাকাই আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে।” উক্ত মাহফিলে হেফজখানার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *