জীবননগর অফিস
জীবননগরে নাশকতার অভিযোগে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাসপাতাল সড়ক মডার্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হাইস্কুলপাড়ার মৃত ফকিরচাঁদ মন্ডলের পুত্র শাহজাহান সিরাজ (৫৫)। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় রাজনৈতিক মামলা ১৪(১০)২৪ এর তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়। এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, নাশকতার দায়ে জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরবর্তীতে রাজনৈতিক মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।