আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা  বন্ডবিল মসজিদে  জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত   সাড়ে ৭ টায় আলমডাঙ্গা পৌর শাখার ৯ নং ওয়ার্ডে আয়োজনে বন্ডবিল মসজিদে  হাফেজ মুহাম্মদ হানিফের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত  মনোনীত সংসদ সদস্য  প্রার্থী  অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন স্বাধীনতার ৫৪ বছর পরেও সন্ত্রাস মুক্ত, ক্ষুধা মুক্ত, দূর্নীতি মুক্ত একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ  গড়ে তুলতে পারি নাই । আগামী বাংলাদেশ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সম্ভব জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দেয়া । আসুন আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য সঙ্ঘবদ্ধ ভাবে প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিই । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর শাখার অন্যতম নেতা,  কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন, পৌর আমীর  মাহের আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন । পৌর নেতা আব্দুল লতিফ, ব্যাংকার আব্দুল কুদ্দুস, ইট ভাটা মালিক বাবু, আঃ সালাম, সুমন,  ইসমাইল, রফিকুল ইসলাম, আব্দুর রহিম  সহ ৪ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *