আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা চিলাভালকী এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদব্য উদ্ধার অভিযানে বের হয়। তারা চিলাভালকী প্রাইমারী বিদ্যালয়ের পিছনে একটি বাড়ী থেকে জহুরুল ইসলামকে আটক করে। পরে তার কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় উদ্ধার করা গাঁজা। জহুরুল রায়সা গ্রামের ইউসুফ শাহের ছেলে।