মেহেরপুর অফিস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, স্বৈরশাসক এরশাদের আমল থেকে শুরু করে দেশ যখনই ক্রান্তিলগ্নে তখনই জিয়া পরিবার এসে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সাংবাদিকদের স্বাধীনতা, বাক স্বাধীনতা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আলোচনা সভায় মেহেরপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।