জীবননগরে ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

জীবননগর উপজেলায় নুসরাত জাহান আলো নামের ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জুনায়েদ হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ করেন একই গ্রামের ভুক্তভোগী শিশুর মা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে, ভুক্তভোগী শিশু গত ১৯ মে দুপুরে বাজদিয়া গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে প্রতিবেশী সিয়াম হোসেন(৬) ও সাইম হোসেনের(৬) সাথে খেলা করছিলেন। এসময় অভিযুক্ত জুনায়েদ হোসেন ভুক্তভুগী শিশু নুসরাত জাহানকে তার মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে কৌশলে তার বাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। নুসরাত জাহানের সহপাঠীরা ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলে ঈদগাহ মাঠে তাদের রেখে আসা খেলনা পাহারা দেওয়ার কথা বল্লে তারা চলে যায়। এই সুযোগে জুনায়েদ হোসেন ভুক্তভুগী শিশুর জামাকাপড় খুলে অসৎ উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। এক সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে জুনায়েদ হোসেন তাকে বাইরে বের করে দেয়। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে এসে তার মায়ের কাছে উক্ত ঘটনাটি খুলে বলেন।

এই বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নুসরাতের মা রুকিয়া খাতুন বাদী হয়ে জুনায়েদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়। পরবর্তীতে আমরা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি শিশু ধর্ষণ মামলা রেকর্ড করি। এছাড়াও আসামি জুনায়েদ হোসেন পলাতক রয়েছে। তাকে ধরার জন্য জীবননগর থানা পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *