স্টাফ রিপোর্টার
সীমান্তে অবৈধ পারাপার অব্যহত রয়েছে। প্রতিদিনই মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে অবৈধপথে পারাপারের সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু বিজিবির হাতে আটক হচ্ছে। এছাড়াও বিজিবির চোখ ফাঁকি দিয়ে আরো অসংখ্য মানুষ যাতায়াত করছে। এ সংখ্যা প্রতিদিনই উদ্যোগজনক হারে বাড়ছে। মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাতায়াতের সময় ৫৯ জন নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার পৃথক ৬টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে সামন্তা বিওপি’র জীবননগর পাড়া মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সোমবার বিকাল ৫টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঝি পাড়া গ্রাম হতে হাবিলদার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ২ জন, নারী ৪ জন ও শিশু ১ জন। এরা ঢাকা ও নড়াইল জেলার বাসিন্দা। একই সময়ে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামে বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ২ জন, নারী ৪ জন ও শিশু ৭ জন। এরাও ঢাকা ও নড়াইল জেলার বাসিন্দা। সকাল ৭টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে হতে হাবিলদার মোঃ শাহীন মোল্লা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন সময় ভালো বেতনের চাকুরীর আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। এদের ২ জন পুরুষ , ৩ জন নারী ও ৯ জন শিশু। এরা বাগেরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ২০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নায়েক জহিরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ৫ জনকে আটক করা হয়। এদের ২ জন পুরুষ ও ৩ জন শিশু। এরা খুলনা ও যশোর জেলার অধিবাসী। সকাল ৮টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঝি পাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ইকবাল তালুকদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ১৩ বাংলাদেশকে আটক করে। এদের মধ্যে ৫ জন পুরুষ, নারী ৪ জন ও শিশু ৪ জন। এরা ঢাকা , সুনামগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা। এছাড়াও সকাল সাড়ে ৮টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৮-হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় গ্রামের কুদ্দুস পার্কের নিকট হতে সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০৭ জন আটক করা হয়। এদের ২জন পুরুষ ,৩ জন নারী ও ২ জন শিশু। এরা নড়াইল জেলার অধিবাসী। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।