আলমডাঙ্গা অফিস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া মরহুমার রূহের মাগফিরাত কামনায় কোরআন খতমসহ নানা ধর্মীয় ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ দিনব্যাপী এই শোক কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শোক কর্মসূচিতে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি



