জাট সমঝোতায় জামায়াতের জন্য গাংনী আসন ছাড়লেন এনসিপি প্রার্থী শাকিল আহমাদ

মেহেরপুর অফিস
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদার জন্য গাংনী আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী অ্যাড. শাকিল আহমাদ। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা নিশ্চিত করেন।
শাকিল আহমাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারি অ্যাটার্নি জেনারেল ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এর দায়িত্ব পালন করছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমাদ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, জামায়াত ইসলামসহ ৮দলের সাথে এনসিপির নির্বাচনে সমোঝোতা জোট হয়েছে। সেই জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা মনোনীত হয়েছেন। আমি অ্যাড. শাকিল আহমাদ কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে গণভোট এবং শাপলা কলির বয়ান নিয়ে কাজ করেছি। আশা করি মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই জোটকে বিজয়ী করবে।
পরিশেষে তিনি এনসিপির সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ও একই সঙ্গে জোটের প্রার্থীর পক্ষে জনসমর্থনের জন্য কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *