যিশু খ্রিস্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে কার্পাসডাঙ্গা, গীর্জা পরিদর্শন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে কার্পাসডাঙ্গা গীর্জা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কার্পাসডাঙ্গা মিশনপাড়া ক্রাইস্ট চার্চ অফ বাংলাদেশ এবং যীশু হৃদয় রোমান ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। গতকাল সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়। গতকাল ছিলো সরকারী ছুটি।
যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে গতকাল বিকালে দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা মিশনপাড়া ক্রাইস্ট চার্চ অফ বাংলাদেশ এবং যীশু হৃদয় রোমান ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় পুলিশ সুপার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে গীর্জায় কেক প্রদান করেন। তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বাঙ্গীণ মঙ্গল ও শান্তি কামনা করেন।
পুলিশ সুপার বলেন, বড়দিন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে। তিনি সকলকে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। জেলা পুলিশ সর্বদা জনগণের সেবা পরিদানে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
গীর্জা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, ওসি ডিএসবি  মোঃ সফিকুর রহমান খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *