জীবননগর অফিস
চুয়াডাঙ্গার জীবননগরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে উম্নুক্তভাবে অতিথিরা মতামত ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, দলিল উদ্দীন দলু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের আমির মাওঃ সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওঃ সাজেদুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন প্রমুখ।
শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জীবননগরে প্রস্তুতিমূলক সভা



