মেহেরপুর অফিস
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে গাংনী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু।
বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা স্লোগান দেন ‘অপ্রত্যাশিত মনোনয়ন মানি না, মানবো না’, মিল্টন ভাইকে মনোনয়ন দিতে হবে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না, আগামী দিনে ২২ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন করা হবে। যতদিন না মনোনয়ন পরিবর্তন করা হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। তারা আরো বলেন মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের ও সাধারণ জনগণের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, ইমনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহন করেন।



