দর্শনা অফিস
প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন মাওলানা মুফতি আমীর হামজা বলেছেন- প্রত্যেক মুসলমানের উপর সৎ কাজের আদেশ দেয়া আর অসৎ কাজে বাধা দিয়ে সৎ পথে আনার চেষ্টা করা ফরজ। সমাজের মানুষ যতবেশী এ বিষয়ে এগিয়ে আসবে ততদ্রুত ইসলামের কাঙ্খিত সমাজ প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল দর্শনার ঐতিহ্যবাহী মেমনগর হাইস্কুল মাঠে স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসির মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।
স্থানীয় মসজিদের ইমাম ও সমাজ সেবক মাওলানা মোর্কারম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি মোঃ রুহুল আমিন। মাহফিলে আরো বক্তব্য রাখেন- মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, জামায়াতের দর্শনা থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু, পৌর আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাহিদ, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা সভাপতি মোঃ লোকমান হোসেন প্রমুখ।
মুফতি আমীর হামজা সুরা শো’আরার ব্যাখ্যা করতে গিয়ে প্রসঙ্গক্রমে আখেরাতের বর্ণনা কালে তার স্বভাব সুলভ বাচন ভঙ্গিতে শ্রোতারা যেন আখেরাতের চাক্ষুস প্রমান শুনে ডুকরে কেঁদে ওঠে। তিনি পৈত্রিক সম্পতিতে বোনদের ফাঁকি দেয়া প্রসঙ্গে আল্লাহর কঠোর হুশিয়ারীর কথা স্মরণ করিয়ে দেন। তিনি নামাজ-রোজার পাশাপাশি বাস্তব জীবনে ইসলামের অনুসরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। ইসলামের কিছু মানা আর নামানার বিষয়ে সতর্ক করেন। মাহফিলে বিপুল পরিমান মহিলা ও সাধারন মুসল্লিদের উপস্থিতি ছিল। মাহফিল উপস্থাপনায় ছিল জামায়াতের ওয়ার্ড সভাপতি ছানোয়ার হোসেন। মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন মাহফুজুর রহমান।



