স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৭) নির্বাচনে অ্যাড. সোহরাব হোসেন ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি প্যানেলের সাতজন প্রার্থী ভোট চাইতে ভোটারদের সাথে গণসংযোগ করেছেন। গতকাল রবিবার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন ও জীবননগর পৌরসভা এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে অংশগ্রহন করেন।
এসময় ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারী প্রার্থী হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী অ্যাড. এমএম শাহজাহান মুকুল, অ্যাড. রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান রিন্টু এবং আজীবন সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ উপস্থিত ছিলেন।
অ্যাড. সোহরাব-ছটি প্যানেল বিগত দিনে খুলনা বিভাগের বেস্ট ইউনিট হিসেবে স্বীকৃতি লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনে। সেকারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এবং দেশসেরা ইউনিটের উন্নিত করতে এ প্যানেলে ভোট প্রার্থনা করেন। এসময় ভোটরারা এ প্যানেলের প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং দোয়াও করেন।



