স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিজিবি দুটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ। এছাড়াও আরো ১টি অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৩-আর এর নিকট বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ মাসুম ইলাহীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৬০-আর এর নিকটে জিনজিরাপাড়া গ্রামে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। আটক পুরুষ সদস্যরা হলো যশোরের মোহন কুমার পাল (৩০), ফরিদুপুর জেলার মোঃ সজিব কাজী (২৩) ও ঝালকাঠি জেলার মোঃ জাফরান (৩১)।



