মেহেরপুর প্রতিনিধি
গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিতে (স্বাভাবিক প্রসব) উৎসাহিত করার লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নবজাতকের মাকে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন মেহেরপুর জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসনের পক্ষে গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন নবজাতকের মায়েদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।পাশাপাশি দেওয়া হয়েছে সরকারিভাবে প্রস্তুতকৃত জন্ম নিবন্ধনের কার্ড।
এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজসহ চিকিৎসকগণ উপস্থি ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে স্বাভাবিক প্রসবে উৎসাহিত করে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন গাংনী সহকারী কমিশনার (ভূমি)নাবিদ হোসেন। সিজারিয়ান ডেলিভারীতে মায়েদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এ থেকে পরিত্রাণ পেতে ও গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারীতে আগ্রহী করে তুলতে শুভেচ্ছা উপহার প্রদানের উদ্যোগ নেন জেলা প্রশাসন।



