কার্পাসডাঙ্গায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় কার্পাসডাঙ্গা বাজার মসজিদে থানা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা বুজরুক গড়গড়ি দারুল উলুম সাইখুল হাদিস মুফতি সুয়াইব ক্বাছেমী, বিশেষ অতিথি ছিলেন মুফতি রুহুল আমিন, মাওঃ জিয়াউর রহমান, হাফেজ নূর হুসাইন, মুফতি আলি আকবার, মুফতি উবাইদুল্লাহ, মাওঃ আব্দুস সবুর, মুফতি খালিদ সাইফুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল, সহ-সভাপতি রফিকুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক আবু বক্কর। এ সময় অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন উপজেলা হুফফাজুল কুররআন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাফেজ আনছার উদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *