দামুড়হুদা অফিস
দামুড়হুদায় আগামী ৬ই-নভেম্বর অনুষ্ঠিত এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষার কেন্দ্র/ভেন্যু নির্ধারণ করা হয়েছে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ। পাশাপাশি এবার এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম ম্রেণির সমাপনী পরীক্ষায় দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজসহ মোট ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
পরীক্ষা প্রস্তুতিমূলক সভায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সভায় জানানো হয়, পরীক্ষা চলাকালীন সময় সরকারের জারিকৃত ১৪৪ ধারা নির্ধারিত এলাকা থেকে ২ শত গজের মধ্যে কোচিং সেন্টার বন্ধ, ফটোকপি করে এমন দোকান বন্ধ, স্মার্ট ফোন ব্যবহার বন্ধসহ পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের জন্য সরকারি নির্দেশনা মেনে চলার উপর গুরুত্বরোপ করেন। এছাড়াও তিনি পরীক্ষার্থীরা বিভিন্ন ছোয়াছে রোগ নিয়ে যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে পক্ষান্তরে এরকম রোগী পাওয়া গেলে মেডিকেল টিমের সাহায্য নিয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়া ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান, সদস্যদের মধ্যে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, হলসুপার দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক ফারুক হোসেন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি সহকারী শিক্ষক আব্দুর হান্নান,বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
দামুড়হুদায় এসএসসি ও দাখিল ভোকেশনাল সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা



