আলমডাঙ্গার নগরবোয়ালিয়ায় জাল নোটসহ যুবক আটক

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলা ভাংবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া গ্রামে ৫০০ টাকার জাল নোটসহ হৃদয় নামে এক যুবককে আটক করেছে জনগণ। সারা দেশসহ আলমডাঙ্গা উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকায় জাল নোট ছেঁয়ে গেছে। সাধারণ জনগণ এই জাল নোটের কবলে পড়ে অনেকে সর্ব শান্ত হয়েছে। গরুর হাট, মোটরসাইকেলের হাট, বাজার, গার্মেন্টস এলাকায় এই সব জাল নোট কারবারীরা সুযোগ নেয়। সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার জন্য সরকারি বা বেসরকারি সংস্থাকে উদ্যোগ নিতে হবে বলে সুধীমহল মন্তব্য করেছেন। 

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ছেলে হৃদয় তার বন্ধু রাব্বিকে সাথে নিয়ে নগরবোয়ালিয়া গ্রামে যায়। এই গ্রামের  একটি মুদি দোকানে ৫০০ টাকার দুটি জাল দুটি নোট নিয়ে সিগারেট কিনতে গেলে দোকান মালিকের সন্দেহ হয় এবং কথা কাটাকাটি শুরু হলে রাব্বি পালিয়ে যায়। জনগণের আটককৃত হৃদয় কে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *