নেহালপুরে বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মহিলা সমাবেশে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

দর্শনার নেহালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা জামায়াতের আয়োজনে এ গণসংযোগ করা হয়। বোয়ালিয়া  থেকে শুরু হয়ে নেহালপুর, কুন্দিপুর, দোস্ত, ডিহি, কোটালী, নলবিলা ও হিজল গাড়ি বাজারে এসে শেষ হয়। গণসংযোগ ও মহিলা সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।

এ সময় তিনি বলেন চাঁদাবাজি দখলদারিত্বের অবসানে আল্লাহর আইন সৎ লোকের শাসনের বিকল্প  নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার এ দেশকে গড়তে চায়।  এজন্য আপনারা ভোটারদের কাছে যেয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট  দেয়ার আহবান জানাবেন। দাঁড়িপাল্লা বিজয় হলে চুয়াডাঙ্গা ২ আসনের শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে ও তাদের ধন সম্পদের নিরাপত্তা পাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ,  দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম,  দর্শনা থানা প্রচার আমিনুল ইসলাম মাস্টার। গণ সংযোগটি পরিচালনা করেন নেহালপুর ইউনিয়ন আমির মোঃ লিটন মল্লিক। এর আগে বেলা সাড়ে  তিনটায় নেহালপুর নাজাতুল উম্মাহ কওমী মাদ্রাসা ও লিল্লাহ  বোর্ডিং  মহিলা সমাবেশ ও নেহালপুর দক্ষিণপাড়া জামে মসজিদে জুম্মার নামাজে আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *