জীবননগরে ফেন্সিডিল চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন!

জীবননগর অফিস

জীবননগরে ফেন্সিডিল চুরির অভিযোগে হাসান (২৭) নামে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত শনিবার উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মাদক ব্যবসায়ী মনির ও বিদ্যুতের ৫ পাতা ফেনসিডিল চুরি করে হাসান। কয়েকদিন পর ঘটনাটি ফাঁস হলে তারা হাসানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। নির্যাতনের একপর্যায়ে হাসান ২ পাতা ফেনসিডিল এবং নগদ ১৭ হাজার টাকা ফেরত দেয়। তবে অবশিষ্ট ফেনসিডিলের জন্য চাপ প্রয়োগ করে এবং শেষ পর্যন্ত ৯০ হাজার টাকা দাবি করে। এমনকি তার বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা।

ঘটনার সময় গ্রামের মানুষ জড়ো হলে এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে হাসানকে মুক্ত করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী হাসান জানান, ‘মনির ও বিদ্যুতের ৫ পাতা ফেনসিডিল আমি নিয়েছিলাম। পরে তারা আমাকে তুলে নিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করে। আমি ২ পাতা ফেনসিডিল ও ১৭ হাজার টাকা ফেরত দিয়েছি। বাকি টাকার জন্য তারা এখনো হুমকি দিচ্ছে।’

তবে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মনির দাবি করেন, ‘হাসান চোর, বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। আমরা ভালো মানুষ। ভালো করে খোঁজ নিলেই সব বুঝবেন।’ তবে মাদক ব্যবসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, হাসান এলাকায় ছেচড়া হিসাবে পরিচিত। ওর মা ও বোনের সাথে আমরা কথা বলেছি। তারা ওর স্বভাগ চরিত্র খারাপ আছে। ওসি বলেন হাসান মিজানের বাড়িতে চুরির করার উদ্দেশ্যে গিয়েছিলো। তবে কোন কিছু চুরি করার আগেই সে ধরা পড়ে। ফেন্সিডিল চুরির বিষয়টি সঠিক নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *