আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরপাড়া ও বেগরখালি বিএনপি’র উদ্যোগে এক নির্বাচনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে বেগরখালি চরপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. শাজাহান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।
তিনি বলেন বলেন- বিএনপি আজ দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের শাসনামলে জনগণ কখনোই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে ভোট কেটে নিয়েছিল। যতদিন তারা ক্ষমতায় ছিল, জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি। বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারে বিশ্বাসী। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। কোনো বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।”
তিনি আরও বলেন- চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নমিনেশন পেতে পারেন। তিনি নমিনেশন পেলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। ইনশাআল্লাহ, বিজয়ী হলে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে পাব এবং চুয়াডাঙ্গায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে। তাই ধানের শীষে ভোট নিশ্চিত করতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম এবং সাবেক কৃষকদল সভাপতি বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগরিবুর রহমান।
এছাড়াও বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনিস, মইনুদ্দিন, মহিনুল ইসলাম, রহিত, রানা, চপল, আল-আমিন বিশ্বাস হিমেল, সানী, সাগর, সবজ মামুন, রাশেদ, সাখাওয়াত হোসেন, সোহাগ রানা, জাহিদ, সোহাগসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী।
সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।