জীবননগর অফিস
জীবননগরে সমবায় সমিতির সদস্যদের একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে সমবায় অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন হোসেন। উপজেলা সমবায় কর্মকর্তা নূরআলমের সভাপতিত্বে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের পরিদর্শক ইদ্রিস আলী ও নার্গিস আক্তার।
সমবায় সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।