আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল ১০টার সময় নগরবোয়ালিয়া ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মাফুজা ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদিকা সাগরী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদিকা রেক্সোনা খাতুন, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, সভায় নেতৃবৃন্দ বলেন, নতুন এই কমিটির মাধ্যমে মহিলা দলের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং স্থানীয় পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। সভায় সর্বসম্মতিক্রমে রাফিয়া খাতুনকে সভাপতি ও দিপালি খাতুন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ভাংবাড়িয়া মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে।