স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সেই সাথে নাজমুল হোসাইন (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশ। গত শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত নাজমুল হোসাইন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের মৃত মানোয়ার হোসেনের ছেলে।
ডিবি কার্যালয় থেকে গতকাল শনিবার বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই জুম্মান খান, এসআই মোঃ নাহিরুল ইসলাম, এসআই মুহিদ হাসান, এএসআই মোঃ মোত্তালেব হোসেন, এএসআই আবু আল ইমরান মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ নাজমুল হোসাইনকে গ্রেফতার করেন।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাদককারবারী চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় হতে বড়বাজার আসার পথে জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে আসামী মোঃ নাজমুল হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় অপর আসামী পালিয়ে যায়। স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামীর ডান হাতে থাকা বাজার করা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৩০ প্যাকেট নীল রংয়ের প্লাস্টিকের জিপারের মধ্যে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বর্তমান মূল্য আনুমানিক ১৭ লক্ষ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।