আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা আয়োজনে ভাংবাড়িয়া ইউনিয়নে ওপেন হাউজ ডে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভাংবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওপেন হাউজ ডে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা। তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। দীর্ঘদিন ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। পুলিশকে জনবান্ধব করতে এবং অসঙ্গতি দূর করতে সংস্কার কমিশন কাজ করছে।”
তিনি আরো বলেন, “ভাংবাড়ীয়া ইউনিয়নে মাদক, বাল্যবিয়ে, মানবপাচার ও চাঁদাবাজির বিষয়টি আমার নজরে এসেছে। এসব অপরাধ দমনে আমি সর্বোচ্চ ভূমিকা রাখব। জনগণ সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা মাদকমুক্ত ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।”
তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, “আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্বে থাকাকালীন চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলার অবনতি হতে দেব না। যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার অফিস সবসময় আপনাদের জন্য খোলা।”
সভায় আরো উপস্থিত ছিলেন- ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংবাদিক সাইফুল হুদা সোহেল, মুর্শিদ কলিন, সেলিম রেজা, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আইসি হাফিজুর রহমান হাফিজ, এএসআই সোহেল রানা, এএসআই নাসিরুদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।



