আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় নিয়মিত টহলকালীন সময়ে এ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা ভাংবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় রিয়াজ উদ্দিনের ছেলে আরশেদ আলী (৩৮) কে  ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *