চুয়াডাঙ্গা পৌর বিএনপির ওয়ার্ড কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে এ কর্মীসভা শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রত্যেকটি নেতা-কর্মীকে এখন থেকেই মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কেন ধানের শীষকে ভোট দিতে হবে। প্রতিটি পরিবারে, প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলতে হবে। ভিন্নতা নয়, ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের শিখিয়েছে-নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, ‘আমাদের এই কর্মীসভা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আগামী দিনের আন্দোলনের দিকনির্দেশনা। দল যেভাবে চাইবে আমরা সেভাবে দেশের ও মানুষের স্বার্থে কাজ করে যাবো। দলের বাইরে বিভ্রান্তি ছড়ানোর নানা চেষ্টা হবে, কিন্তু সেই ফাঁদে পা দেয়া যাবে না। দলের সিদ্ধান্তই হবে আমাদের কাছে চূড়ান্ত। ব্যক্তিগত মত বা ভিন্নমতের কোনো সুযোগ নেই।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কৃষক ন্যায্যমূল্য পাবে, শিক্ষার পরিবেশ হবে আধুনিক, আর যুবসমাজ পাবে কর্মসংস্থান। জনগণের যে বঞ্চনা চলছে, তা দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সাংগঠনিক ইয়াসিন হাসান কাকন, বদর উদ্দিন বাদল, রায়হান উদ্দিন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর করিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাকের আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্লব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আশানুর রহমান মিলন, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পি। এছাড়াও কর্মসূচিতে পৌর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *