তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে দিনব্যাপি ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টা থেকে শুরু হয় খেলা চলে বিকাল পর্যন্ত। খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে আসতে শুরু করে শত শত মানুষ। খেলাকে ঘিরে এলাকা পরিণত হয়েছিল উৎসবের আমেজ। দিনব্যাপি এ খেলার আয়োজন করে স্থানীয় গ্রামবাসীগন।
ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বাদ্যের তালে তালে আর মাইকে বেজে ওঠা বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের সঙ্গে বাদ্যযন্ত্রের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর তার সঙ্গে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। ছোটশলুয়া গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুরা উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এ খেলা। আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরন্ত থেকে এসেছে সববয়সী নারী পুরুষ। এবছর ঝাপান খেলায় প্রতিযোগীতা করে ৪ টি দল, যেখানে প্রথম স্থান অধিকার করা দলটির জন্য ছিলো বিশেষ পুরষ্কার।
খেলায় প্রতিটি দলই ৬-৮ গোখরো সাপ কাঠের চৌকির ওপর তুলে হেলিয়ে দুলিয়ে নাচানোর দৃশ্য চোখে পড়ে সকলের। শুধু সেটাই না ঝাপান খেলাকে ঘিরে প্রায় শতাধিক অস্থায়ী খাবারের ও মনোহারী দোকান বসে রাস্তার পাশে এবং সেখানে বাচ্চাদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। তিতুদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আহাদ আলী বলেন, গ্রাম বাংলার ঐহিত্যবাহী এ খেলা ধরে রাখতেই এ আয়োজন। আমরাও চাই এটি চলতে থাক বহুকাল।
ছোটশলুয়া গ্রামে তামিম হাসান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় জন্য এবং মানুষের মধ্যে আনন্দ দেওয়ার জন্য এই সাপ খেলার আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছে।