চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ণের ব্যবহার করায় ৪ টি ট্রাককে জরিমানা, ১২ টি অবৈধ হর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রীজ এলাকায় অভিযান গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার করায় ৪ টি ট্রাককে জরিমানা সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ১২ টি অবৈধ হর্ণ জব্দ করা হয়। গতকাল রবিবার বিকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এ এস এম আব্দুর রউফ শিবলু এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

                  পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: নাইম হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশ এর সমন্বয়ে গঠিত টীম কর্তৃক শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা শহরতলীর ঘোড়ামারা ব্রিজে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮(১) অমান্য করে গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার করাই মোবাইল কোর্টে ৪ টি ট্রাক হতে ১২ টি অবৈধ হর্ণ জব্দ করা হয়। এ সময় প্রত্যেকটি যানবাহন চালককে পৃথক ৪টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। শব্দদূষণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *