আলমডাঙ্গার পাঁচ কমলাপুরে ফকির হাফিজ শাহের ২য় ওফাত দিবস ও সাধু সংঘের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

“মানুষ ভজলে সোনার মানুষ হবি, সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্য জ্ঞানে” লালন সাঁইজীর এই বাণী সামনে রেখে জাতি-গোত্র-বরণো-দল-নির্বিশেষে কুতুব উদ্দীন শাহের আদর্শ মতে ফকির হাফিজ শাহের ২য় ওফাত দিবসটি যথযথ মর্যাদায় পালিত হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর গ্রামের মাঠের ভেতর হাফিজ সাহেব মাজার প্রাঙ্গণে খাদিমপির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে এই শুভ সাধু সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬নং খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেরেগুল  ইসলাম বিশ্বাস। 

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ, সহ-সভাপতি আব্দুল মজিল (মেম্বার), জয়েন্ট সেক্রেটারি মশিউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন (জুড়োন শাহ) সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ।

এই ওফাত দিবস উপলক্ষে সকাল থেকে ফকির হাফিজ শাহের আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন ভক্তের আগমন ঘটে। আগত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফকির হাফিজ শাহ কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি মানবকল্যাণ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। তার শিক্ষা সমাজে সত্য, সুন্দর ও কল্যাণের আলো ছড়িয়ে রয়েছে এবং এই আলো যুগের পর যুগ এই পৃথিবীর বুকে স্মৃতি হয়ে থাকবে।

উদ্বোধনী ও আলোচনা সভার পর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় ও অতিথি শিল্পীরা অংশ নিয়ে আধ্যাত্মিক সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটির আয়োজন করেন, দরবেশ হাফিজ শাহ এর ভক্তবৃন্দ ও অনুরাগিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *