জীবননগর শ্রমজীবী মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভায় অ্যাড. রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

জীবননগর শ্রমজীবী মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভায় জামায়াতের চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর অ্যাড. রুহুল আমিন বলেছেন, ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত জীবননগরে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বিগত ৫৪ বছর ধরে বিভিন্ন শাসন দেখেছি নেতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন দেখেছি কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা আগামী দিন ভাগ্যের পরিবর্তন দেখতে চাই। জামায়াত করে তার কোন পেশা নেই এমন কোন কর্মী আমার দলে রাখতে চায় না। অনেকে বলেন, জামায়াতের এতো টাকা কোথায় পায়, এর জবাবে তিনি বলেন, আমার একজন কর্মী ইনকাম করে তার আয়ের শতকরা ৫শতাংশ সংগঠনে খরচ করে, জামায়াত করে আখের গোছাতে হবে এমন কোন নেতা আমার দলে নেই। এইজন্য একজন জামায়াত কর্মীর চাঁদাবাজী করে না, টেন্ডারবাজী করে না, রাহাজানি করে না। জনগণের মাঝে আমরা বলতে চাই আগামীর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বাংলাদেশ জামায়েত ইসলামীর আছে আপনারা একটাবার ভোট দিয়ে তান প্রমাণ দেখুন।

এর আগে সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত জীবননগর উপজেলাধীন আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক, মুহতামিনদের সাথে মতবিনিময় করেন। বাঁকা ইসলামিয়া কওমি মাদ্রাসা কারিমিয়া রাশিদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, হরিহর নগর কওমী মাদ্রাসা, গোয়ালপাড়া কওমি মাদ্রাসা, গহেশপুর হাফিজিয়া মাদ্রাসা, জীবননগর আলিয়া মাদ্রাসা, হাসাদা তামিল মাদ্রাসাসহ জীবননগর পাথিলা বীজ উৎপাদন খামারের কৃষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর সাবেক দামুড়হুদ উপজেলার চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি হাফিজুর রহমান, জীবননগর উপজেলার আমীর মাওলানা সাজেদুর রহমান, সেক্টেটারী মাহফুজুর রহমান, উপজেলা নায়েবে  আমীর  হাফেজ বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি  মাওলানা আবু বকর সিদ্দিক ও জীবননগর  পৌর আমীর ফিরোজ আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *