স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা বড়বাজার (নীচের বাজার) কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় নিচের বাজার এ অভিষেক অনুষ্ঠিত হয়। সমিতির নব-নির্বাচিত সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, এ বাজারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এখানে বিভিন্ন মতবাদের মানুষ আছে। এখানে অনেকে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে। কিন্তু সবার আগে এখানে যারা ব্যবসা পরিচালনা করেন তারা যেনো কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সেটি খেয়াল রাখতে হবে। সবার আগে প্রয়োজন আমাদের ভাতৃত্ববোধ। সবাই মিলেমিশে প্রতিনিধিত্ব করবে এটা আমি আশা রাখি। বিগত দিনে যা হয়েছে সেগুলো যেনো পুনরাবৃত্তি না হয়। ফ্যাসিস্ট সরকার যা করে গেছে সেটি যেনো আমরা না করি। আমরা চাই সুষ্ঠু পরিবেশ ও সুষ্ঠু সমাজ। ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে। খেয়াল রাখতে হবে দলের নাম ভাঙিয়ে যেনো কেউ চাঁদাবাজীতে লিপ্ত না থাকে। এরকম কোনো ঘটনা ঘটলে সরাসরি আমার সাথে অথবা এ কমিটির সাথে যোগাযোগ করবেন। কোনো পদধারী নেতা যদি মনে করে বিগত ফ্যাসিস্টদের মতো আচরণ করবে, চাঁদাবাজী করবে তাহলে অবশ্যই দল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আপনাদের সচেতন হতে হবে।
জেলা জাসাস পার্টির সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, বাংলাদেশ দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, কাঁচামাল আড়তদার সমিতির প্রধান উপদেষ্টা ফজলুল রহমান ফজু কাঠাল, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মহাসিন আলী, ১নং সিনিয়র সহ-সভাপতি বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মামুন খান, প্রচার সম্পাদক মোহন, যুগ্ম-সম্পাদক বাতেন, মিল্টন, শামিল আহমেদ, পল্লব, আজমল হোসেন ঝড়ু, মিনহাজ, আতিয়ার মিয়া, উজ্জল বাবু, খাইরুল মোল্লা, আনার, সেলিম, আলিম, রিজু, লিটন, মুজাম, সুলতান, বাবুল, শামিম মিয়া, রফিকুল, মাসুম, কিটু, আল-ইমরান ও কাওছার।
এদিকে চুয়াডাঙ্গা কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ফজু কাঠাল, সভাপতি শাহ-আলম, সাধারণ সম্পাদক মহাসিন আলী, ১ নং সিনিয়র সহ-সভাপতি বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মামুন খান, প্রচার সম্পাদক মোহন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাতেন মিয়া ও শামীম আহমেদ, সহ-সভাপতি মিল্টন আহমেদ। এছাড়াও সদস্যরা হলেন পল্লব, ঝড়ু, মিনাজ, আতিয়ার মিয়া, উজ্জ্বল বাবু, খাইরুল মোল্লা, আনার, সেলিম, আলিম, রিজু, লিটন, মোজাম, সুলতান, বাবুল, শামীম মিয়া, রকিবুল, মাসুম, কিটু, আল ইমরান ও কাউসার।