জীবননগর অফিস
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ২টি বেকারীকে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় তদারকিমূলক অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও বেকারী খাদ্য সামগ্রী তদারকি করা হয়। এ সময় বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে মো: রফিকুর রহমানের বেকারী মেসার্স এস এ ফুড প্রোডাক্ট কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা ও লাইসেন্স নবায়ন না করার কারণে মো: ছরোয়ারের বেকারী মেসার্স নুর নাহারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই বেকারী থেকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বেকারীগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশের একটা টিম উপস্থিত ছিলেন।