মেহেরপুর প্রতিনিধি
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, সরকারি অফিসের সকল কর্মকান্ডে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করায় গণতন্ত্রের প্রধান শর্ত। রাষ্টের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া বাকি সকল তথ্য জনগনের জন্য অবারিত থাকা দরকার। সাংবাদিকদের আমরা কখনই প্রতিপক্ষ ভাববোনা। তাদের কাছে যতো তথ্য উম্মুক্ত করবো ততো জনগনের কাছে সরকারের কাজের আস্থা বাড়বে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সারের ব্যবহার ও বিপণনের সাথে সম্পর্কিত জেলার সকল অংশিজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, জেলা বিসিআইসি সার ডিলার সভাপতি হাফিজুর রহমান হাফি সহ জেলার সকল সার ডিলারবৃন্দ।
তিনি আরো বলেন, আগের সরকারের ডিজিটাল বাংলাদেশের অনেক গল্প শুনেছি। কিন্তু কতটা হয়েছে তা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। কৃষি কার্ডটিকে স্মার্ট ফরমেটে নিয়ে যাওয়ার কথা ছিলো। অথচ সেই হাতে লেখা কার্ডিটিও বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সরকারের কাছে কৃষকের কোন সঠিক তথ্যই এখন নেয়। ফলে সার, বীজ অথবা সরকারি প্রণোদনা দিতে গিয়ে নানা জটিলতায় পড়ছে সরকার। দেখা দিয়েছের সার সঙ্কট। অনেক সময় কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে সার। এখন সারা দেশের কৃষকদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। আইসটি মন্ত্রনালয়ের সাথে কথা বলে সেই প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। তখন এসব সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।
রাষ্টের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া সকল তথ্য জনগনের জন্য …………….মনির হায়দার
