স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮৫তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গোলাম কবির মুকুল, হারুন অর রশিদ, আব্বাস উদ্দীন, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, বনলতা, শহীদুল ইসলাম, আবুল কালাম আজাদ।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, এ্যাড. মো: বজলুর রহমান, হুমায়ুন কবীর, মেহেরাব্বিন সানভী। আসরে আরও উপস্থিত ছিলেন চিশতি এম এ হামিদ, সোহানুর রহমান, শাহজাহান আলী। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮৫তম পর্বের সমাপ্তি ঘটে।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনি’র ১৫৮৫ তম আসর অনুষ্ঠিত
