আলমডাঙ্গা ফুটপাত দখলদারদের দৌরাত্ম্য, সকালে উচ্ছেদ, বিকেলে আবার দখল

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌর প্রশাসনের উদ্যোগে পৌরসভার হাইরোড, হলুদপট্টি, মাছ বাজার ও কাঁচা বাজার এলাকায় ফুটপাত অবৈধভাবে দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুই পাশের দোকানদার ও হকারদের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয় এবং বেশ কিছু মালামাল আটক করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ফুটপাত দখল মুক্ত অভিযান পরিচালিত হয়।

তবে বিকেলের পর দেখা যায়, উচ্ছেদের পরও একই জায়গায় আবারও দখলদাররা দোকানপাট বসিয়ে দিয়েছে। এতে সাধারণ পথচারীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।

পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় দখলদাররা আবারও জায়গা দখল করছে। এতে আমাদের চলাচলে ভীষণ সমস্যা হচ্ছে।” এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম বলেন, “আলমডাঙ্গা পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে ইতোপূর্বে বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে এবং পার্কিং নিষেধ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং অনেক মালামাল আটক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি করলে জরিমানা আরোপ করা হবে। পাশাপাশি সচেতন মহলকেও এসব সমস্যা দূরীকরণে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত মনিটরিং ও আইনি ব্যবস্থা ছাড়া এ ধরনের অভিযান কার্যকর হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *