আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন শাখার আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মোনাকষা বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কালিদাস পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও নাগদাহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো: দারুস সালাম। এসময় তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার হলো ভাত ও ভোটের অধিকার। আমরা চাই এ অধিকার প্রতিষ্ঠিত হোক। দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন সেক্রেটারি সাদ্দাম হোসেন, ইউনিয়ন প্রশিক্ষণ সম্পাদক বেলাল হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।