দর্শনা বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দর্শনা অফিস

দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ্ব মশিউর রহমান, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী শওকত আলী, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুল ইসলাম খোকন, রেজাউল করিম, নাসির উদ্দীন খেদু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, শিক্ষক সদস্য আবুল কাশেমসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন এসএসসি পাস করার আগে অনেক লেখা পড়া করতে হবে, অন্য মনস্ক হওয়া যাবেনা, শিক্ষক, বয়স্ক ও সিনিয়রদের সম্মান করতে হবে,বাবা মায়ের আদেশ নিষেধ শুনতে মানতে হবে, তোমাদের এ বয়সে মোবাইল ব্যাবহার না করা সব থেকে ভাল, তবে অবসর সময়ে মোবাইলের ভাল বিষয়টি ফলো করা যেতে পারে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা, কবিতাবৃতি করে অগ্রসর হতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *