স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ভায়াগ্রা উদ্ধার করেছে। গত দুই দিনে পৃথক ৩ টি অভিযান চালিয়ে আসামীবিহীন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার ৬৮/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মহেশপুর লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুবেদার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ২০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ১১ টার দিকে জীবননগর উপজেলা নিমতলা বিওপি’র সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার মোঃ আবেদ আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।