জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় রায়পুর ইউনিয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফি।
রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবর আলীসহ অনেকেই।
এছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।