অনলাইন ডেস্ক
প্রকাশ্য দিনের বেলা ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালোকার নিয়ে গেছে চোরেরা। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে জীবননগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড রাজনগর পাড়ার সাবেক কাউন্সিলর ও সাংবাদিক আতিয়ার রহমানের বাড়ির ।
আতিয়ার রহমান বলেন, আমার স্ত্রী রোগী দেখতে হাসপাতালে যান হাসপাতাল থেকে বাসায় ফিরে এসে দেখত পান বাড়ির সব কাপড় চোপড় এলোমেলো,আলমারি,শোকেশ ও ঘরের দরজার তালা ভাঙ্গা। এ সব দেখে ওনি আমাকে ডাকেন ।পরে আমি বাড়িতে এসে দেখতে পায় সব কিছু এলোমেলো।
তিনি আরো বলেন, চোরেরা ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৩ ভরি মত স্বর্ণালোংকার নিয়ে যান। এতে করে ৫/৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। চুরির ঘটনা শুনার পর ওই বাড়িতে যান জীবননগর থানার (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
তিনি জানিয়েছেন ঘরের তালা ভেঙ্গে এ চুরি সংগঠিত হয়েছে।
তিনি বলেন,ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ছাড়া ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।