জীবননগর অফিস
জীবননগরে নাশকতা মামলায় জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মোক্তার (৫২) কে গ্রেপ্তার করেছে জীবননগর থানা-পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মোক্তার হোসেন আন্দুলবাড়িয়ার মৃত শেখ আবুল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মাওলার সার্বিক দিকনির্দেশনায় ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই রাসেল মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আন্দুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, শফিকুল ইসলাম মোক্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও তিনি জীবননগর নাশকতা মামলার এজহার নামীয় ১১৩ নম্বর আসামি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি সেই সাথে শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করি।