দামুড়হুদায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দামুড়হুদা অফিস

দামুড়হুদায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নেতৃবৃন্দ প্রথমে দশমী কবরস্থান দামুড়হুদায় গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যলিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োবায়ক একরামুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, যুগ্ম- সম্পাদক আরিফুর রহমান রিবন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আব্দুল কাদের, যুগ্ম – আহবায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম – আহবায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম- আহবায়ক মাহবুব আলম, যুগ্ন- আহবায়ক জাহিদুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকদলের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *